
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' সম্পর্কে সংবাদমাধ্যমে ব্রিফিংয়ে উপস্থিত তিন সেনা আধিকারিকের মধ্যে কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে 'অশ্লীল মন্তব্য' করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। যা নিয়ে রীতিমত হইচই পড়ে যায়। মামলা হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত মন্ত্রীকে ক্ষমা চাইতে নির্দেশ দেয়। সেই মতো ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি। এরপর শীর্ষ আদালত মধ্যপ্রদেশের মন্ত্রীর সেই ক্ষমা-আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মন্ত্রীকে তিরস্কার করে ক্ষমা চাওয়ার এই ঘটনাকে "কুমিরের কান্না" বলে অভিহিত করেছে। পাশাপাশি উল্লেখ করেছে যে, বিজয় শাহের মন্তব্য "সম্পূর্ণ বিবেচনাহীন।"
সুপ্রিম কোর্ট, মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তদন্তের জন্য তিনজন সিনিয়র আইপিএস অফিসারের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। এই তদন্তকারী দলের মধ্যে একজনকে অন্তত মহিলা হতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
সোমবারের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, মন্ত্রীর ক্ষমা ভিক্ষার মধ্যে কোনও আন্তরিকতা নেই।
বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ বিজয় শাহকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে, "আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার কথার ওজন রয়েছে। আপনি অশ্লীল ভাষা ব্যবহারে কোনওমতে আটকেছেন। আপনি নোংরা ভাষা ব্যবহার করতে যাচ্ছিলেন, কিন্তু আপনি একটি শব্দও খুঁজে না পাওয়ায় থেমে গিয়েছেন।"
মন্ত্রীর ক্ষমা চাওয়া প্রসঙ্গে শীর্ষ আদালতের বিচারপতিরা জানান, "এটা কী ধরনের ক্ষমা চেয়েছেন আপনি? ক্ষমা চাওয়ার তো একটা ধরন থাকে। মাঝে মাঝে মানুষ আইনি প্রক্রিয়া এড়াতে বিনয়ী ভাষা ব্যবহার করেন। কুমিরের কান্না কাঁদেন। আপনার এই ক্ষমা চাওয়া কী ধরনের? আপনি দেখাতে চাইছেন, আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। নিজের মন্তব্যের জন্য এখনও পর্যন্ত আন্তরিক ভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন?"
মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ সম্প্রতি একটি অনুষ্ঠানে শীর্ষ সেনা আধিকারিকের উপর তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করে দাবি করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২শে এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের "একই সম্প্রদায়ের একজন বোন" পাঠিয়েছেন।
সন্ত্রাসবাদীদের ধর্মের ভিত্তিতে পর্যটকদের চিহ্নিত করার ঘটনা উল্লেখ করে, মন্ত্রী শাহ অত্যন্ত বিতর্কিত উপমা দিয়ে বলেন, "মোদি জি সমাজের জন্য সংগ্রাম করছেন। যারা আমাদের মেয়েদের বিধবা করেছিলেন, আমরা তাদের একটি বোনকে তাদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম।" শাহের এই মন্তব্যে দর্শকদের করতালি দিতে শুরু করেন। এরপরও তিনি বলেন, "এখন, মোদিজিও একই কাজ করতে পারতেন না। তাই তিনি তাদের সমাজের একজন বোনকে পাঠিয়েছিলেন, যাতে তুমি যদি আমাদের বোনদের বিধবা করো, তাহলে তোমার একজন বোন এসে তোমার পোশাক খুলে দেবে।"
সুপ্রিম কোর্ট এটিকে "সবচেয়ে দুর্ভাগ্যজনক বক্তব্য" বলে অভিহিত করে এবং বলে যে, একজন মন্ত্রীর কথার মান বজায় রাখা উচিত ছিল।
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
পার্কিংয়ে থাকা গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু চারটি শিশুর, কিসের অবহেলায় এমন ঘটনা জানলে অবাক হবেন
মানুষ মেরে খাইয়ে দেওয়া হত কুমিরকে, নিশানায় ছিল ট্রাক এবং ট্যাক্সিচালক, পুলিশের জালে ‘ডক্টর ডেথ’
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট